এই মহামারী সময়ে বাচ্চাদের কিভাবে সুরক্ষিত রাখবো। বাচ্চা রা তো সব সময় ঘরে থাকতে চাই না।কান্না কাটি করে। কিভাবে বাচ্চাদের সামলানো যেতে পারে.?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার সমস্যা টা আমার খুব চিনা -

আমার বাসায় ২ টা বাচ্চা আছে,  তার মধ্যে প্রথম টার সেম অবস্তা।  প্রথম দিকে কান্না কাটি করতো,  এখন কিছুটা ঠিকের দিকে,  তারপর ও আমাদের কোন কিছুর দরকারে বাহিরে গেলে,  আবার কান্না কাটি শুরু করে৷  

আমার কাছে যা সলিউশন মনে হয় -

ভালোভাবে বাচ্চাদের অবজারভেশন করলে লক্ষ্য করবেন যে বাচ্চারা নতুন কিছু চায়, বা আনন্দ চায়। ওরে চায় যে ওদের দিকে বাকি সবাই এটেনশন দিবে, ওরে যা চায় তাই ওদের কাছে থাকবে - এক্ষেত্রে বিরক্ত না হয়ে ওদের সাথে খেলুন - দেখবেন আপনার কাছে ও ভালো লাগবে,  স্পেশালি কথা বলুন - ও রেসপন্স না করলে ও কথা বলুন - দেখবেন এক সময় ঠিক ই রেসপন্স করবে৷  কখন ও জোর করবেন না,  এমনি কিছু ওদের হাতের কাছে দিবেন না যা ওদের ক্ষতি সাধন করবে৷  চেহারার দিকে তাকিয়ে বার বার স্মাইল পাস করুন,  দেখবেন বাচ্চা ও হাসবে।  এইত - এই সব করবেন,  একটা সময় দেখবেন ওর সব কিছু ই আপনি হয়ে যাবেন৷  

করোনা র জন্য স্পেশালি হাতের দিকে খেয়াল করবেন, কেননা বাচ্চার বার বার মুখে হাত দেয় - এবং নিজের দিকে ও খেয়াল রাখবেন কেননা আমরা ই ঘরের বাহিরে যাই, তাই সমস্যাটার কারন আমরা ই হতে পারি৷  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ