Waruf

Call

SOS= save our soul মূলত বিপদ থেকে উদ্ধার পেতে এই সস অক্ষর চিহ্ন ব্যবহার হয়ে থাকে। কথিত আছে যে এক বার কিছু লোক(মতান্তরে এক জন) একটি নির্জন ও পাহাড়ি ঘেরা ফাকা স্থানে আটকা পড়েন। তখন দুরে বিপদ সংকেত পাঠানোর ব্যবস্থা না থাকায় মাটিতে sos লিখে রাখেন বড় করে। পরে একজন হেলিকপ্টার চালক উপর দিয়া যাওয়ার সময় এটি দেখেন এবং উদ্ধার করেন। তখন থেকে বিপদে সাহায্য পেতে এই সসের ব্যবহার হয়ে আসছে। 

বর্তমান এই করোনায় লকডাউন বা বাড়িতে থাকার জন্য খাদ্য সহ নানা সমস্যা, কেই কারও পাশে যেতে চাচ্ছেনা একটু কাশিলে। তাই জীবন বাচাতে সাহায্যের প্রয়োজন প্রচারে ফেসবুকে এই গ্রুপটি সাড়া ফেলছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ