Mahadi

Call

বিন্দুর চলার পথকেই রেখা বলে। অর্থাৎ যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ বা উচ্চতা নেই তাকে রেখা বলে। রেখার কোন প্রান্ত বিন্দু নেই,তাই রেখাকে ইচ্ছামত উভয় দিকে বাড়ানো যায়। বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকে না। এটা হচ্ছে একটা বিন্দুর ক্ষেত্রে। কিন্তু অনেকগুলো বিন্দু মিলে একটা লাইন বা রেখা তৈরি হয়। যেখানে অবস্থানের পরিবর্তন হয়। আর এই অবস্থানের পরিবর্তনটাই দৈর্ঘ্য। রেখার প্রস্থ ও উচ্চতা থাকে না। এটা একমাত্রিক। বিন্দু হচ্ছে শূণ্যমাত্রিক, তাই বিন্দুকে একদিকেই চলানে যাবে। এতে একমাত্রিক রেখা উৎপন্ন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ