কোন পরমাণুগুলোতে সর্বাধিক অযুগ্ম ইলেক্ট্রন আছে? 

N,Cl,Ca,Cr,C,O,F


শেয়ার করুন বন্ধুর সাথে
F.Rahman

Call

মৌলের সর্ব বহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন সমুহের মধ্যে যেগুলি বন্ধনে অংশগ্রহণ করে তাদের বলা হয় যুগল বা বন্ধনজোড় ইলেকট্রন, আর বাকিগুলো কে অযুগ্ম ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন বলে।  

N(7) = 1s2 2s2 2p3......অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=৩
Cl(17)= 1s2 2s2 2p6 3s2 3p5.......অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=১
Ca(20)=1s2 2s2 2p6 3s2 3p6 4s2........অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=0
Cr(24)=1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1.....অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=6
C(6)=1s2 2s2 2p2......অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=0
O(8)=1s2 2s2 2p4......অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=2
F(9)=1s2 2s2 2p5 ....অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা=1

অনুত্তেজিত বা স্বাভাবিক অবস্থায় এগুলো ছিল মৌলের ইলেকট্রন বিন্যাস এবং অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা। সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় Cr এর অযুগ্ম ইলেক্ট্রন সংখ্যা সবচেয়ে বেশি।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ