Mahadi

Call

হাইড্রোজেন পরমাণুর  n তম শক্তিস্তরে, ইলেকট্রনের শক্তি, E=-13.6/n^2
যেখানে -13.6 eV হল হাইড্রোজেন পরমাণুর আয়নীকরণ শক্তি।
ইলেকট্রন ৪র্থ থেকে ২য় শক্তিস্তরে গেলে, আলোক বর্ণালি তৈরি হবে তার তরঙ্গদৈর্ঘ্য বের করতে হবে।
এখন,
৪র্থ শক্তিস্তরে, 
  E4= -13.6/16  (n=4, n^2=16)
২য় শক্তিস্তরে, 
  E2= -13.6/4  (n=2, n^2=4)
‌‌ ‌অতএব, মোট শক্তি,E= E4-E2 =2.55 eV
তরঙ্গদৈর্ঘ্য =1240/E
                  =1240÷2.55
                  =486.27 nm
৪৮৬.২৭ ন্যানোমিটার হলো আসমানি রং এর আলোর তরঙ্গদৈর্ঘ্য। কারন, আসমানি আলোর তরঙ্গদৈর্ঘ্য ৪৫১-৫০০ ন্যানোমিটার।
তাই,হাইড্রোজেন পরমাণুর ইলেক্ট্রন ৪র্থ শক্তিস্তর থেকে ২য় শক্তিস্তরে গেলে আসমানি বর্ণের আলোক তরঙ্গ প্রদর্শন করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ