Waruf

Call

ঋনাত্মক মান বোঝায়।

Talk Doctor Online in Bissoy App
Mahadi

Call

পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস প্রকরণ এবং আবর্তনের দিক প্রকাশক সংখ্যা সমূহকে কোয়ান্টাম সংখ্যা বলে। 

নিজস্ব অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘুর্ননের দিক প্রকাশক সংখ্যা সমূহকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে S দ্বারা প্রকাশ করা হয়। s এর দুইটি মান হয়, যথা: +১/২ ও -১/২।

প্রতিটি অরবিটালে সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে যাদের একটি অ্যান্টিক্লকওয়াইজ বা উর্ধমুখী(↑)(+) বা ধনাত্মক এবং অপরটি ক্লকওয়াইজ বা নিম্নমুখী(↓) (-) বা ঋণাত্মক হয়। এদের প্রথমটিকে +½ এবং অপরটিকে -½ দ্বারা প্রকাশ করা হয়। [ হুন্ডের নীতি অনুসারে ]। 

তাই, কোন অরবিটালের (↓) চিহ্নিত স্পিনের জন্যে s এর -½ মান বোঝায়।

Talk Doctor Online in Bissoy App