F.Rahman

Call

অ্যালোভেরা রস সবাই খেতে পারে কিন্তু কিছু লোক এটা খেলে উল্টো সমস্যা তে পড়বে। এখন কারা এটি খেতে পারবেনা এবং সমস্যা তে পরবে তাদের কথা নিচে বলবো।

১| অ্যালোভেরা তে অ্যালার্জিক সমস্যা যাদের তারা খেতে পারবেন না।

২| প্রেগন্যান্ট অথবা দুগ্ধবতি মা খেতে পারবেনা।

৩| বয়স্কো নারী ও পুরুষ কে খেতে মানা করা হয়ে থাকে।

এছাড়া সবাই অ্যালোভেরা রস খেতে পারে, অধিক পরিমাণ কোনোকিছুই ভালো না, সেরকম অধিক পরিমাণ অ্যালোভেরা রস খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে।

এখন বলবো অ্যালোভেরা রস খেলে কি কি উপকার হতে পারে।

১| ক্ষারত্ব বা alkalinity ভারসাম্য বজায় রাখে।

২| শরীর হাইড্রেশন রাখে।

৩| লিভার কার্যক্ষমতা ভালো থাকে।

৪| কোষ্ঠবদ্ধতা বা constipation দুর করে।

৫| ত্বক পরিস্কার রাখে।

৬| পুষ্টিকর বুস্ট করে।

৭| হার্ট জ্বালা যন্ত্রণা থেকে বাঁচায়।

৮| হজম বা Digestive উপকার করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ