F.Rahman

Call

রাসায়নিক পরীক্ষাগারে ব্যবহৃত গ্লাস আলো থেকে দূরে রাখা হয় কারন স্বাভাবিক ভাবেই রেখে দিলে জীবানু খুব সহজেই আক্রমণ করতে পারে। শুধু তাই নয় ময়লাও জমে যেতে পারে! বলা যেতে পারে জিনিস গুলো দামি থাকে তাই আলাদা ভাবে সংরক্ষণ করা হয়। তাছাড়া আলো তেমন কোন প্রভাব ফেলে না! যদি না তাতে কোনো দ্রবন থাকে!

তাপ থেকে দূরে রাখা হয় কারন সব জিনিসের তাপ ধারন ক্ষমতা এক নয়। তাই তাপ থেকে দূরে রাখাই শ্রেয় জিনিস গুলো অক্ষোত রাখার জন্য।

শুষ্ক স্থানে রাখার কারনও একই জীবানু থেকে রক্ষা! কারন ভেজা স্থানে সহজেই জীবানু ছড়িয়ে পড়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ