শেয়ার করুন বন্ধুর সাথে
F.Rahman

Call

নিরক্ষরেখা বা বিষুবরেখা একটি কাল্পনিক রেখা যা পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। এর অক্ষাংশ ০০

ডিগ্রী ধরা হয়। এটি দ্বারা পৃথিবী উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত হয়েছে। কাল্পনিক এই রেখার দৈর্ঘ্য ৪০,০৭৫ কিলোমিটার যার প্রায় ৮০% জলভাগ এবং ২০% স্থলভাগের উপর দিয়ে গিয়েছে।

মাত্র ১৩টি দেশ রয়েছে যাদের উপর দিয়ে বিষুবরেখা বয়ে গেছে। সূতরাং নিরক্ষীয় শহরগুলো এসব দেশে অবস্থিত।

নিরক্ষরেখার নিকটবর্তী কিছু উল্লেখযোগ্য শহরের তালিকাঃ

১) বোগোতা, কলম্বিয়া (অক্ষাংশ- ৪০৪২′উত্তর)

২) সিঙ্গাপুর (অক্ষাংশ- ১০১৭′উত্তর)

৩) নাইরোবি, কেনিয়া (অক্ষাংশ- ১০১৭′দক্ষিণ)

৪) গুয়াইয়াকুইল, ইকুয়েডর (অক্ষাংশ- ২০১১′দক্ষিণ)

৫) ফোর্তালেজা, ব্রাজিল (অক্ষাংশ- ৩০৪৩′দক্ষিণ)

৬) কুয়ালালামপুর, মালয়েশিয়া (অক্ষাংশ- ৩০০৮′উত্তর)

৭) মানাউস, ব্রাজিল (অক্ষাংশ- ৩০০৬′দক্ষিণ)

৮) কাম্পালা, উগান্ডা (অক্ষাংশ- ০০১৮′উত্তর)

৯) কিগালি, রুয়ান্ডা (অক্ষাংশ- ১০৫৬′দক্ষিণ)

১০) পেকানবারু, ইন্দোনেশিয়া (অক্ষাংশ- ০০৩০′উত্তর)

১১) বালিকপাপান, ইন্দোনেশিয়া (অক্ষাংশ- ১০১৬′দক্ষিণ)

১২) লিব্রেভিল, গ্যাবন (অক্ষাংশ- ০০২৩′উত্তর)

১৩) কুচিং, মালয়েশিয়া (অক্ষাংশ- ১০৩৩′উত্তর)

 

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ