Call

বাংলাদেশে ফার্মেসি পরিচালনা করার জন্য যে কোর্স সার্টিফিকেট এর প্রয়োজন হয়  তাকে সি গ্রেড কোর্স ফার্মাসিস্ট কোর্স বলা হয়। এটি ফার্মাসিস্ট ফাউন্ডেশন বা ফার্মাসিস্ট সার্টিফিকেট কোর্স ও বলা হয়। এই সার্টিফিকেট টি মূলত ড্রাগ লাইসেন্স এবং নবায়নের জন্য প্রয়োজন   হয়। এটি মূলত ৩ মাসের কোর্স৷ 

এখন কেউ যদি ফার্মেসি কোর্স করে নিজেকে ডাক্তার ভাবেন এবং প্রেসক্রিপশন প্যাড তৈরি করেন তাহলে সে অনেক বড় ভূল করছেন (অল্প বিদ্য ভয়ংকর)  এটাকেই বলে হয়তো। 

সাধারণত কোন ডিগ্রি ধারী ডাক্তার ব্যাতিত কোন ব্যাক্তি  প্রেসক্রিপশন লিখতে পারেন না। 

যারা এই কাজ টা করছে তারা মানুষ কে ধোকা দিচ্ছে। অবশ্যই এই কাজ টা সম্পূর্ণ ভিত্তিহীন এবং শাস্তির যোগ্য।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ