শেয়ার করুন বন্ধুর সাথে
F.Rahman

Call

আধুনিক সমাজের অন্যতম ভয়াবহ রোগের নাম এইডস। এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম) ভাইরাসের ফলে হওয়া এই রোগ বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে প্রায় মহামারির আকার নিয়েছে। তবে জানেন কি, কবে প্রথম আত্মপ্রকাশ করেছিল এই রোগ? সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে, আজ থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ বছর আগে আফ্রিকায় প্রাইমেটদের (মানুষের পূর্বসুরী গুহা মানব বা বানর প্রজাতি) শরীরে প্রথম দানা বাসা বেঁধেছিল এই মহামারীর ভাইরাস।

সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, বর্তমানের এসআইভি বা সিমিয়ান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের মতোই সমগোত্রীয় লেন্টিভাইরাস প্রায় ১ কোটি ৬০ লক্ষ বছর আগে প্রাইমেটদের শরীরে প্রথম এই রোগের বিষ ছড়ায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন কলেজের গবেষক ওয়েলকিন জনসনের নেতৃত্বাধীন একটি দল এই গবেষণার দায়িত্বে ছিলেন। পিএলওএস প্যাথোজেন নামের একটি জার্নালে তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ