F.Rahman

Call

চোকার মানে হচ্ছে, আপনি খুব ভালো খেলেন কিন্তু একটা নির্দিষ্ট গন্ডির বাইরে যেতে পারেন না কখনোই। যেমন দক্ষিণ আফ্রিকা। মানে এককথায়, শেষ সময় আইসা ব্লান্ডার করে বা তীরে এসে তরী ডোবায়।

স্লেজিং হচ্ছে, খেলার মাঠে এক প্লেয়ার আরেক টিম অন্য প্লেয়ারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় কে বোঝায়। যেমন, অস্ট্রেলিয়া টিম স্লেজিং এ অন্যতম সেরা।

চায়নাম্যান হচ্ছে একধরনের স্পিন বোলারদের বলা হয়।

মনে করুন, টেস্ট ম্যাচ চলছে। আর মাত্র কয়েক ওভার বাকী আছে দিন শেষ হতে। এমন সময় একজন ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। তখন আপনি যদি প্রতিষ্ঠিত কোন ব্যাটসম্যান কে নামান, তার আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন লোয়ার অর্ডারের কাউকে নামানো হয় যাতে সে ওইদিন টা নির্বিঘ্নে পার করে দিয়ে আসতে পারে। ওই ব্যাটসম্যান (লোয়ার অর্ডার) কে ই নাইটওয়াচম্যান বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ