Mahadi

Call

প্রাণীদের  অন্যতম হচ্ছে ছদ্মবেশ ধরার বৈশিষ্ট্য অর্থাৎ ক্যামোফ্লেজ নেয়ার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মাধ্যমে প্রাণেরা প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে। এরকমই ১০টি প্রাণীর ছবি নিয়ে আমাদের আজকের এই ফিচার। দেখুন তো খুঁজে বের করতে পারেন কিনা এই প্রাণীগুলোকে, ধরতে পারেন কিনা এদের ছদ্মবেশ। যদি পারেন তো বুঝতে হবে ভীষণ তীক্ষ্ণ আপনার দৃষ্টি! 

ছদ্মবেশী ব্যাঙ

(১) 

 ছবিটি দেখতে পাচ্ছেন তাতে কোন প্রাণিটি রয়েছে তা কি বুঝতে পারছেন? এই ছবিতে রয়েছে একটি ব্যাঙ। এবার খুঁজে বের করুন তো।

গিরগিটি

(২) 

আমরা সকলেই জানি গিরগিটি রঙ বদলায়। এই ছবিতে গিরগিটি কোন রঙ ধারন করেছে বলুন তো।

মাছ

(৩) 

ছোট ছোট পাথর ছাড়া আর কিছু কি নজরে পড়ছে? এখানে রয়েছে একটি মাছ। এবার দেখুন খুঁজে বের করতে পারেন কিনা।

মাকড়শা

(৪) 

অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকেও যদি এই গাছের গুঁড়িতে কোন কিছুর দেখা না মেলে তবে কিন্তু বলা যাবে না আপনার চোখ খারাপ। বলতে হবে মাকড়শাটি বেশ ভালোই ছদ্মবেশে আছে।

বিটল পোকা

(৫) 

এই ছবিটিতে কিছু কি আদৌ দেখা যাচ্ছে? এই জাতীয় বিটল পোকা আসলেই খুঁজে বের করা দুষ্কর।

 

ঘাসফড়িং 

(৬) 

শুকনো পাতা ভেবে যেন ভুল করবেন না। এই ছবিতেও লুকিয়ে আছে একটি প্রাণি। বলুন দেখি প্রাণিটি কি? হ্যাঁ, ঠিক ধরেছেন একটি ঘাসফড়িং।

পেঁচা

(৭)

 প্রায় ৬০% মানুষজন এই ছবিতে কোনো প্রাণি খুঁজে পান না। দেখুন তো আপনি পান কিনা। যদি পান তবে আপনার দৃষ্টি ৪০% মানুষের মতো তীক্ষ্ণ। আর যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলে নিই এই গুঁড়িতে রয়েছে একটি পেঁচা।

অক্টোপাস

(৮)

 এই ছবিতে বালুর ওপর কি দেখা যাচ্ছে একটি অক্টোপাস।

Talk Doctor Online in Bissoy App