সিস্টেম অত্যন্ত গরম হয়ে যাওয়া এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে গেলে করণীয়ঃ

কেসিং টি খোল।
মাদারবোর্ড থেকে সতর্কতার সাথে CPU তথা প্রসেসর ফ্যানটি সরাতে হবে।  কিন্তু প্রসেসর সরানো যাবে না।
হয়তো দেখবে ভেতরে বা Heat sink প্রচুর ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচল কে বাঁধাগ্রস্থ করছে ফলে CPU ঠান্ডা হতে পারছে না।
Heat sink এবং ফ্যানটিকে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ইনস্টল করো। এবার কেবিনেট টি বন্ধ করে কম্পিউটারটি চালু করতে হবে।
এতে সমাধান না হলে স্থানীয় কোন সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ