শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যাঁ আছে। ২০১৯ সালে টেস্ট পরীক্ষা দেওয়ার সময় চেয়ারে কিছু প্রশ্নের উত্তর লেখা ছিলো। এবং সেই প্রশ্নের উত্তর গুলার উপর সিট লাগানো হয়েছিলো। হাতের লেখা টা আমার ছিলো না। কিন্ত ক্লাসের কিছু মেয়ে ম্যাম কে জানায় যে ক্লাসের কয়েক জন চেয়ারে লিখে নকল করে পরিক্ষা দিচ্ছে৷ ওই দিন ম্যাম সকলের চেয়ার পর্যবেক্ষণ করেন। এবং সেখানে আমার নাম টি ও যুক্ত করেন। আমি আমার লাইফে কম্প্রিহেন্সিভ পরীক্ষা গুলাতে কোন দিন নকল করে লিখি নাই ( ক্লাস পরীক্ষা গুলাতে বই দেখে দেখে লিখেছি)। ম্যাম ডেকে পাঠালেন। নিচে অফিস রুমে আসলাম। আসার পর ম্যাম উনার বক্তব্য দিলেন। খুব কষ্ট পেয়েছিলাম ম্যাম এর কথা গুলা শুনে। ওই দিন ★ক্ষমা চেয়ে আবেদন লিখতে হয়েছিলো★ ( যেটা ছিলো খুবই লজ্জাজনক ব্যাপার।নকল করার অপরাধে ক্ষমা চাইতে হচ্ছে) তার পর থেকে যত বার পরীক্ষাতে বসেছি প্রতি বার ব্রেঞ্চ, চেয়ার,ও আসে পাশে খুব ভালো করে দেখি নিয়েছি বা নিয়। কোন রকম সন্দেহজনক কিছু থাকলে হলে কর্তব্যরত স্যার বা ম্যাম কে ডেকে বিষয় টি অবহিত করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ