Call

আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাই ইউটিউব চ্যানেল। শুধু ইউটিউবে গিয়ে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিলেই আপনার চ্যানেলে প্রবেশ করতে পারবেন।আর যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে খালিঘর পূরণ করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন।

https://accounts.google.com/SignUp

এবার আসি টাকা ইনকাম করার বিষয়ে -চ্যানেলে টাকা আয় করা শুরু করার জন্য, আপনার সর্ব প্রথমে লাগবে ৪০০০ ঘন্টার watch hours. ১২ মাসের ভেতরে আপনার সব ভিডিও মিলিয়ে লোকেরা যাতে মোট ৪০০০ ঘন্টা আপনার ভিডিও দেখেন। সেই, ৪০০০ ঘন্টা ভিউ আপনার একটি ভিডিওতে হতে পারে বা সব ভিডিও মিলিয়েও হতে পারে।

১২ মাসের ভেতরে আপনার টোটাল ১০০০ সাবস্ক্রাইবার (subscriber) হয়ে যেতে হবে।

আমি ওপরে বলা শর্ত গুলি আপনি যাওয়া ১২ মাসের ভেতরে পুরা করলে, YouTube নিজেই আপনার চ্যানেল রিভিউ করবে।

 

 

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভাই আমার ২ টা প্রশ্ন আপনার কাছে থেকে জানতে চাই আশা করি আমার প্রশ্নের উত্তর জানতে পারবো আপনার কাছে থেকে। ১. আমি যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে এডিট করে আমার চ্যানেল আপলোড করি তাহলে কি কোনো সমস্যা হবে। ২. আমাদের দেশ থেকে কি বর্তমানে ইউটিউব মনিটাইজ করা জায়। এবং এডিট করে ভিডিও আপলোড করে আর্নিং সম্ভব।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ