আমার আম্মুর হাত-পা জালাপোড়া

ডাক্তার এই ঔষধ দিয়েছে

 

✔ Neuro-B

✔ Pregaba 50

✔ Methicol

✔ Amilin 10

✔ Bisopro A 2.5/5

 

Bisopro আগে থেকে খাই প্রসারের জন্য, Amilin 10 এটাও কি প্রসারের কাজ করে?

২ টাই কি খাওয়া যাবে না কোন একটা?

 

আর এ ঔষধ খাওয়ার পর থেকে সকালে অনেক মাথা ব্যাথা হয় সেটা কি কোন ঔষধের কারনে হয় কিনা এবং কি করনীয় জানানোর অনুরোধ জানাচ্ছি


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

হ্যা উক্ত Bisopro  ও Amilin 10  একই কাজ করে আপনি চিকিৎসক এর পরামর্শে যেকোন একটা খাওয়াতে পারেন।

উক্ত ঔষধের সাইট ইফেক্ট এর কারনে মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা লাগতে পারে।তবে সর্বদাই চিকিৎসক এর পরামর্শ সাথে রাখবেন।এবং উক্ত ঔষধ গুলো ডোজ সম্পূর্ন করবেন।

এখন মাথা ব্যথা হলে বাম লাগাতে বলুন প্রয়োজনে এইচ ট্যা: খাওয়াতে পারেন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Akbar360

Call

ধন্যবাদ 

bisopro আগে থেকেই হাই প্রেসারের জন্য খাচ্ছে

আর ঘুম কম হওয়া ও ব্যাথার জন্য amilin খাচ্ছে

এখন তাহলে কোনটা বাদ দেওয়া যায় একটু পরামর্শ দিলে উপকৃত হব,  ডাক্তার প্রেসক্রিপশনে amilin লিখেছে, প্রেসারর ঔষধ bosopro চলতেছে বলার পর

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ