শেয়ার করুন বন্ধুর সাথে
Jobedali

Call

নানকিং চুক্তি(1842) স্বাক্ষরের এক বছর পর 1843 খ্রিস্টাব্দে ব্রিটিশ শক্তি চীনকে আর একটি চুক্তি স্বাক্ষরে বাধ্য করে, যা "বগ এর সন্ধি" বা "বোগের সন্ধি" নামে পরিচিত| 

এই সন্ধিতে ব্রিটিশ সরকার চীনের কাছ থেকে শুল্ক সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি ব্রিটিশ নাগরিকরা চীনের "অতিরাষ্ট্রিক অধিকার" অর্থাৎ ব্রিটিশ কনসালরা চীনে বসবাসকারী ব্রিটিশ নাগরিকদের বিচার করার অধিকার লাভ করে|

সর্বোপরি বগ এর সন্ধিতে চীন ব্রিটেনকে সর্বাপেক্ষা অনুগৃহীত দেশের মর্যাদা(Most favoured nation) প্রদান করে| এতে বলা হয়, চীন অন্য যেকোন পাশ্চাত্য দেশকে যেসব সুযোগ-সুবিধা দেবে ব্রিটেন সেসব সুযোগ-সুবিধা চুক্তি না করেও পাবে| বলাবাহুল্য এই শর্তটি চীনের সার্বভৌমত্বের পক্ষে যথেষ্ট অপমানকর ছিল|

চীন অন্য যেকোন পাশ্চাত্য দেশকে যেসব সুযোগ-সুবিধা দেবে ব্রিটেনকেও চীন সেসব সুযোগ-সুবিধা দিতে বাধ্য থাকবে|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ