শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনাকে প্রথমত বলি যে মেয়েদের মাসিক,মিন্স,পিরিষড ,ঋতুস্রাব,হায়েজ এসব একই যা নামে ভিন্য । যেমনঃ লাউ আর কদু এখানে নাম আলাদা হলেও কিন্তু ফল একটাই ঠিক তেমন মাসিক/মিন্সের ক্ষেত্রে একই। আসা করি এই ব্যপার টি বুঝতে পারছেন।

আসলে মাসিক বা ঋতুস্রাব মেয়েদের দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার লক্ষণ।

সাধারণত ০৯-১৩ বছর বয়সে যে কোন সময় মাসিক শুরু হয় এবং তা ৪৫-৪৯ বছর বয়সে স্বাভাবিক নিয়মেই মাসিক বন্ধ হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় প্রতি মাসেই মাসিক হয়ে থাকে এবং তা ৩ থেকে ৭ দিন স্থায়ী হয়। মেয়েদের প্রতি ২৪ থেকে ৩২ দিন অর্থাত্‍ গড়ে ২৮/৩০/৩২/৩৫/৩৮ দিন পর পর মাসিক হয়। একে মাসিকচক্র বলে।

কারো কারো ক্ষেত্রে এ ২৮ দিনের চক্রটি কম বা বেশি হতে পারে সবার মাসিক চক্র একই হবে বা হতে হবে এমন্টিকিন্তু না। মাসিক শুরু হওয়ার দিন থেকেই মাসিকচক্র শুরু হয়।মেয়েরা যখন বড় হয় বা প্রাপ্তবয়স্ক হয় তখন প্রতি মাসে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু বের হয়ে ডিম্ববাহী(ফিলুপিউন টিউব) নালীতে আসে জরায়ুতে অবস্থান করে।
একই সময় জরায়ুতে রক্তে ভরা নরম পর্দা তৈরি হয়। যদি এ সময় যৌনমিলন হয় তাহলে শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয়ে ভ্রুণ(বাচ্চা) তৈরি হয়। এই ভ্রুণ রক্তে ভরা নরম পর্দায় গিয়ে বসে ও ধীরে ধীরে বড় হয়ে শিশুতে পরিণত হয়।


যদি শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন না হয়, তাহলে এই পর্দার আর প্রয়োজন হয় না। তখন এই রক্তে ভরা পর্দা ডিম্বাণুসহ মাসিক হিসেবে যোনিপথ দিয়ে বেরিয়ে আসে। কোনো আঘাত বা অসুখের কারণে এই রক্ত পড়ে এটাকেই মুলত মাসিক,মিন্স,পিরিষড ,ঋতুস্রাব,হায়েজ বা ইত্যাদি নামে চিনে থাকি।
আসা করি আমার কথা গুলো বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ