ভাত খাওয়ার পাশাপাশি বার্গার খাওয়াকে সমিজিক পরিবর্তন এর অন্তর্ভুক্ত সাংস্কৃতিক পরিবর্তন আমি মনে করি ।


সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে সনাতন বা ঐতিহ্যবাহী রীতিনীতি বাদ দিয়ে আধুনিক ও সময়ােপযােগী রীতিনীতি গ্রহণ ও চর্চা করা। অর্থাৎ কোনাে সমাজের অধিকাংশ সদস্য যদি তাদের কিংবা তাদের পূর্বপুরুষের কর্মপন্থা ত্যাগ করে নতুন কার্যক্রমে সম্পৃক্ত হয় তবে তাকে সামাজিক পরিবর্তন বলে।


সমাজ মূলত দু'ভাবে এর পরিবর্তনকে নির্দেশ করে। প্রথমত, সামাজিক কাঠামাে এবং এর সাথে সংশ্লিষ্ট কার্যাবলির পরিবর্তন। 


দ্বিতীয়ত, যেসব আদর্শ, মূল্যবােধ এবং বিধিবিধান সামাজিক কাঠামােকে সংহত করে এবং এর বিভিন্ন অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখে সেগুলাের পরিবর্তন।



সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজ কাঠামােগত তথা সামাজিক প্রতিষ্ঠান, সংস্থা, সংঘ, সমিতি এবং সংস্কৃতি, আচার-প্রথা, মূল্যবােধ, জীবন যাপন প্রণালীর ক্ষণস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী পরিবর্তন। এ পরিবর্তন ইতিবাচক হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে।


বর্তমান সমাজ পরিবর্তনের ফল । আজকের এই সমাজ বহু পরিবর্তন এর ফলেই এসেছে । আমাদের দেশের সংস্কতি হলো ভাত ও মাছ । আর বার্গার হলো পাশ্চাত্য সংস্কৃতির অংশ। আধুনিকায়নের ফলে আমাদের দেশে পাশ্চাত্য সংস্কৃতির চর্চা চলে এসেছে । সংস্কৃতির আয়ত্তীকরণ এর মাধ্যমে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছে ।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ