Call

অবশ্যই আছে খরচের ইউনিট।

১ ইউনিট = ১ কিলোওয়াট-ঘন্টা, কিভাবে হিসেব হয়? হুম, বুঝিইয়ে দিচ্ছি। মনে রাখবেন, ১ কিলোওয়াট= ১০০০ ওয়াট।


বিদ্যুৎ বিল হিসেব হয় কিলোওয়াট-ঘন্টা  হিসেব করে। ধরুন আপনার ফ্যানটি ৮০ ওয়াটের, দিনে চলে ৮ ঘন্টা, মাসে ৩০ দিন। তাহলে, মাসে মোট চলে =৮০*৮*৩০= ১৯২০০ ওয়াট-ঘন্টা। আগেই বলেছি,  ১ কিলোওয়াট= ১০০০ ওয়াট তাহলে ১৯২০০ ওয়াট-ঘন্টা= ১৯২০০/১০০০=১৯.২ কিলোওয়াট-ঘন্টা বা ইউনিট।

সুতরাং, আপনার খরচ হল= ১৯.২ ইউনিট, আশা করি ধরতে পেরেছেন। এর পরেও যদি বুঝতে সমস্যা হয়। এই পেইজে ভিজিট করে ডিটেইল বুঝে আসুন। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ