শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অন্যরা যা করে করুক আপনি তাদের কথা পাত্তা দিবেন না। ভাই নিজের জীবন নিজে গড়ুন। নিজের জীবন নিজে না গড়লে আর কে গড়ে দিবে? আপনি নিজের মধ্যে জেদি মনোভাব আনুন। যেমন অন্যরা যদি আজেবাজে কথা পাত্তা না দেয় তবে আমি কেন পারব না?  সবার আগে নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি তাদের কথা না শুনে থাকতে পারেন। আপনি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ/সালাত আদায় করবেন। সালাত অবশ্যই আপনাকে আজেবাজে কথা থেকে যে চিন্তা হয় তা থেকে মুক্তি দিবে।  কর্ম জীবনে নিজেকে নিয়জিত করুন- আপনি সর্বদা নিজের কাজ নিজে করবেন। ব্যস্ত থাকলে আজেবাজে কথা শোনার সময় কোথাও। ছাত্র হলে নিজের পড়ায় ব্যস্ত থাকবেন। আজেবাজে কথায় কাণ দিবেন না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ