LEGEND

Call

sub-inspector(SI) হতে হলে আপনাকে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন অনার্স Complete করতে হবে,তারপর নিয়োগ দেখে উক্ত চাকরির জন্য পরিক্ষা দিতে হবে।  পরবর্তীতে তারপর আপনার পরিক্ষার রেজাল্ট ও পরবর্তী ধাপগুলো সঠিক ভাবে পার করতে পারলে আপনি SI হতে পারবেন। আবার আপনি BCS দিয়েও পরিক্ষায় পাশ করার মাধ্যমে আপনি Cadre হয়ে Si পদে যেতে পারেন। আর এজন্য টাকা লাগেনা ভাই মনে রাখবেন BCS সর্বদাই আপনার মেধা যাচাইয়ের ভিত্তিতে হয়ে থাকে। টাকা দিয়ে BCS এ পাশ করা যায় না,আবার Si ও হওয়া যায় না। bcs পরিক্ষা দিতে আপনাকে অবশ্যই অনার্স সম্পন্ন করতে হবে। ধন্যবাদ!     

Talk Doctor Online in Bissoy App

পুলিশের সাব- ইন্সপেক্টর পদে চাকরির জন্য স্নাতক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। শারীরিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বয়স 18-27 বছর কিন্তু মুক্তি যোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 18-32 বছর পর্যন্ত। 

Talk Doctor Online in Bissoy App