Share with your friends
Call

আপনার প্রশ্নটি অ-সম্পূর্ন  !  দয়া করে জানাবেন যে কোন ডিপার্টমেন্ট থেকে পড়ছেন  ???



যাই হোক আমার উত্তরটি হলো ইন্জিনিয়ারিং পড়ে কেউ পুলিশ হতে পারে না ! যদি একান্ত ই আপনার পুলিশ হওয়ার ইচ্ছা থাকে তবে আপনাকে যেকোনো কলেজে ভর্তি হওয়ার পর HSC বা পরবর্তী যদি আরও পড়তে পারেন তবে ভালো পোষ্টে পুলিশ এর চাকরি পেতে পারেন ! আবার SSC এর পরেও সম্ভব চাকরি পাওয়া তবে HSC বা আরও উচ্চশিক্ষা করলে ভালো রেজাল্ট পাবেন  ।


এখন কথা হলো আপনি যেহুতু Diploma করতে চাইছেন মানে ইন্জিনিয়ার হবেন সেহুতু আপনি চাইলেও পুলিশ হতে পারবেন না  !



বিদ্রঃ Diploma করতে চাইলে Civil,Textile,Electrical যেকোনো বিভাগে ভর্তি হতে পারেন আর পুলিশ হতে চাইলে ইন্টারে (HSC) পড়ুন - ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App

ডিপ্লোমা পাশের যোগ্যতায় পুলিশে সাধারণত কোনো নিয়োগ দেওয়া হয় না। কনস্টেবল পদে যখন নিয়োগ দেওয়া হয় তখন শিক্ষাগত যোগ্যতা এসএসসি চাওয়া হয়। আবার যখন সার্জেন্ট এবং এসআই পদে নিয়োগ দেওয়া হয় তখন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ চাওয়া হয়।

Talk Doctor Online in Bissoy App
Call

 ডিপ্লোমা পড়ে পুলিশের সরাসরি কোন চাকরি নেই। এস,এস,সি আর অনার্স এই দুইটি বিভাগে রয়েছে। সরকারি চাকরির খবর জানতে ভিজিট করতে পারেনঃ govt job bd

Talk Doctor Online in Bissoy App