MHNobab

Call

বাঁচার একমাত্র উপায় তাওবা করা। হারাম পথে অর্থ উপার্জন করে সেই অর্থ দান করে খুব বেশি বাঁচা যাবে বলে মনে হয় না। আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ কে বলতে হবে আমি ভুল করেছি হারাম কাজ থেকে অর্থ উপার্জন করেছি আমি আর কখনো হারাম পথে অর্থ উপার্জন করবো না তোমার কাছে ক্ষমা চাই তাইলে আল্লাহর যদি দয়া করেন তাহলে আপনি মাফ পেয়ে যেতে পারেন। 

সূরা আল আনফাল (الأنفال), আয়াত: ২৪ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَجِيبُوا۟ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيْنَ ٱلْمَرْءِ وَقَلْبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيْهِ تُحْشَرُونَ উচ্চারণঃ ইয়াআইয়ুহাল্লাযীনা আ-মানুছতাজীবূলিল্লা-হি ওয়ালিররাছূলি ইযা-দা‘আ-কুম লিমাইউহয়ীকুম ওয়া‘লামূআন্নাল্লা-হা ইয়াহূলুবাইনাল মারয়ি ওয়া কালবিহী ওয়া আন্নাহূইলাইহি তুহশারূন। অর্থঃ হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের সে কাজের প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো, আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান। বস্তুতঃ তোমরা সবাই তাঁরই নিকট সমবেত হবে। Playstore Link: https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla

হারাম পথে অর্থ উপার্জন মানেই আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ অমান্য করা। আল্লাহ বলেছেন তোমরা অর্থ উপার্জন করো হালাল পথে। 

তাই বলা বাহুল্য আল্লাহর কাছে তাওবা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তওবা করে নিন এবং আগামীতে এরূপ কাজ করবেন না এই অঙ্গীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন।   

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ppzz12

Call

আপনার নিকটবর্তী কওমী মাদরাসার কোন মুফতি সাহেবের কাছে যান। পূরা কথা খূলে বলেন তাকে ভাল সমাধান পাবেন। ইনশাআল্লাহ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ