Call

এই ভাবে কী সব বইয়ের নাম বলা সম্ভব তবুও যত দূর সম্ভব বলার চেষ্টা করছিঃ উপন্যাসঃ দূগেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ,রজনী,দেবী চৌধুরানী, সাম্য, কমলাকান্তের দপ্তর, চোখের বালি, গোরা ঘরে বাইরে,যোগাযোগ,রাজর্ষ,পদ্মরাগ,পথের পাঁচালী,অপরাজিতা,আরণ্যক,ইছামতী,হোটেল দেবযান,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আপনি রকমারি ডট কম থেকে আপনার পছন্দের বিভিন্ন বই কিনতে পারবেন এবং কুরিয়ার করে আনতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
amirupu

Call

আমি যেগুলো পড়েছি:-

A tell of a tomb.

Heroes of alempiard.

Treasure island.

 সত্যেন সেনের ৬ষ্ঠ খন্ড।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি এই সকল বই গুলো রাখতে পারেন

১। কাব্যগ্রন্থ: রক্তরাগ, খোশরোজ,কাব্যকাহিনী,সাহারা,হাসনাহেনা,বুলবুলিস্তান, তারানা-ই-পাকিস্তান,বনি আদম,গীতি সঞ্ঝয়ন,অগ্নিবীণা,দোলনচাঁপা,জিঞ্জির,সাম্যবাদী,সন্ধ্যা,সিনন্ধু- হিন্দোল,ছায়ানট,ফণি মনসা ।
২। গদ্যগ্রন্থ: বিশ্বনবী, ইসলাম ও জেহাদ,ইসলাম ও কমিউনিজম,আমার চিন্তাধারা।
৩। ছোট গল্প: জলসাঘর,ছলনাময়ী,হারানো সুর,নীলকণ্ঠ,রসকলি,বেদেনী,বিষ পাথর,পাষাণপুরী,পাদটীকা,ধুপছায়া,প্রকৃতির পরিহাস,কামিনী কাঞ্চন,মন পবন,যৌবন জ্বালা।


৪। প্রবন্ধ:মোসলেম বিজ্ঞান চর্চা,আলেকজান্দ্রিয়ার প্রাচীন পুস্তকাগার,ইকবাল,বাংলা আদব কি তারিখ,আমাদের সমস্যা,Essays islam,তুর্কমহিলার ঘোমটা খোলা,যুগবাণী,মরুভাস্কর,সঞ্চরণ,


৫। শিশুতোষ কবিতা:খুকী ও কাঠ বিড়ালী,প্রভাতী,লিচুচোর,ঝুমকো লতায় জোনাকী,ঘুমপাড়ানি গান,আমি যদি বাবা হতাম বাবা হত খোকা,মটকু মাইতি বাটকুল রায়।


৬। প্রেমমূলক কবিতা: দেব৭২,অভিমান,মরমী,অপরূপ প্রিয়া,তুমি মোরে ভুলিয়াছ, সাজিয়েছি বর মৃত্যুর উৎসবে, চিরজনমের প্রিয়া,বাতায়ন পাশে গবাক তরুর সারি,কর্ণফুলি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি প্রথমে বলবো, আপনার লাইব্রেরিতে ইসলামি বই বেশি বেশি রাখবেন। তাছাড়া আপনি, সাহিত্য থেকে রাখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় – আরণ্যক, অপুর সংসার, পথের পাঁচালী, চাঁদের পাহাড় মানিক বন্দ্যোপাধ্যায় – পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, চিহ্ন, অহিংসা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – কবি, হাঁসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, আরোগ্য নিকেতন কাজী নজরুল ইসলাম – মৃত্যুক্ষুধা সুনীল গঙ্গোপাধ্যায় – প্রথম আলো, সেই সময়, পূর্ব-পশ্চিম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ