Jamiar

Call

প্রথমত বলি আপনার স্ত্রী প্রেগন্যান্ট না।আর আপনি যেভাবে ইমার্জেন্সি পিল খাওয়াইছিলেন যা কখনোই উচিৎ হয় নি।কেনো না এসব পিল শুধু তাৎক্ষণিক ভাবে খাওয়াতে হয় যা ভুল বসত প্রটেকশন না নিলে।কিন্তু এসব পিল ইচ্ছাকৃত ভাবে বার বার খাওয়া উচিৎ না।এতে শারীরিক ক্ষতি সহ হরমোন এর তারতম্য সৃষ্টি করে। আর শুরু হয় অনিয়ন্ত্রিত মাসিকের রক্তপাত ও অনিয়মিতভাবে মাসিকের রক্তপাত কাজেই এসব পিল পরবর্তীতে খাবেন না।

প্রেগন্যান্সি রোধ করতে মিলনে কনডম নিবেন।

ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ