আমার মাসিক প্রিয়োড বন্ধ আছে। এই মাসের ৫ তারিখ এ হওয়ার কথা ছিল কিন্তু আজকে ১৩ তারিখ এও হয় নি এদিকে ৯ তারিখ এ আমি প্রেগন্যানসি টেষ্ট করেছি নেগেটিভ এসেছে ১১ তারিখ এ আক্কেল দাতের ব্যাথার জন্য ডেন্টাল এর কাছে যাই, উনার পরামর্শে আমি দাত তুলে ফেলি, এখন উনি আমাকে leback 500 এই antibaotic ৫ দিন ৮ ঘন্টা পর পর খেতে বলেছেন এবং বেশি ব্যাথা করলে esonix 20 এবং rolac খেতে বলেছেন, আমি গত মাসের ১৫ তারিখ থেকে এই মাসের ১৩ তারিখ পর্যন্ত ৪ টা নাপা,  ১ টা esonix এবং ১ টা rolac আর ৫ টা lebac খেয়েছি, আমার প্রশ্ন হল যদি আমি প্রেগন্যানট হই তাহলে কি এই অসুধ এর প্রভাব আমার বাচ্চার উপর পড়তে পারে? আমার কি abortion করানো উচিত? 


Share with your friends
Jamiar

Call

আসলে প্রেগন্যান্সি থাকাকালিন এনটিবায়োটিক মেডিসিন নেওয়া উচিৎ না। তবে আপনার উক্ত এন্টিবায়োটিক মেডিসিনে প্রেগন্যন্সির তেমন কোন সমস্যা হবে না। 

তাছাড়াও আপনি প্রেগন্যান্ট কিনা তা আগে নিশ্চিত হোন ।এর জন্য প্রেগন্যান্সিটেস্ট করেন বা আল্ট্রঃ করুন । যদি প্রেগন্যান্ট হয়েও থাকেন  তাহলে আল্ট্রা করে নিশ্চিত হবেন যে বেবির কোন সমস্যা হয়েছে কিনা বা ভ্রুন এর গঠন ঠিকাছে কিনা ।আসা করি বুঝতে পারছেন। 

Talk Doctor Online in Bissoy App