Call

বিস্ময় যখন প্রথম কার্যক্রম শুরু করে তখন প্রতিটি প্রশ্নের জন্য ১ পয়েন্ট দেয়া হত। ধীরে ধীরে বিস্ময় এর সদস্য বাড়তে থাকে। সেই সাথে স্প্যামারদের সংখ্যাও বাড়তে থাকে। অনেকে শুধুই প্রশ্নই করে যায়। নিজে সাহায্য নেয় কিন্তু অপরকে সাহায্য করতে চায় না।  কিছু কিছু সদস্য কিছুক্ষণ পর পর প্রশ্ন করে মুল পাতা ভরিয়ে ফেলে। মুল পাতায় গেলে দেখা যায় সবপ্রশ্নই বা অধিকাংশই একজন সদস্যের। যা থেকে আমরা বুঝতে পারলাম যে এভাবে চলা যাবে না।  ফলশ্রুতিতে আমরা সিদ্ধান্ত নেই প্রশ্নের জন্য পয়েন্ট মাইনাস করার। তখন পর্যায়ক্রমে ১০০ টি ও ৫০ টি প্রশ্ন করার অনুমতি দেয়া ছিল। কিন্তু তাতেও খুব একটা সুবিধা হয়নি। যার কারণে এখন একজন সদস্যকে ১০ টি প্রশ্ন করার অনুমতি দেয়া হয়। এবং সেই সাথে উত্তর প্রদান করতে উৎসাহিত করা হয়। প্রতিটি উত্তরের বিনিময়ে ৩ টি প্রশ্ন করার ক্ষমতাপ্রাপ্ত হয়। সাথে অপর একজনের উপকারও হয়ে থাকে। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ