Call

অবশ্যই পারে,এজন্য আপনাকে অভ্যাস এর দাস না হয়ে,অভ্যাস কে দাসী বানাতে হবে,নিয়মিত পড়ুন, মন দিয়ে পড়ুন,পড়ার মাঝে আনন্দ খুঁজে নিন,পড়ার মাঝে নিজের চাওয়া-পাওয়া কে মানিয়ে নিন,দেখবেন পড়ালেখাও অভ্যাস হয়ে দাঁড়াবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ, পারবেন তবে সে রকম মননশীলতা তৈরী করে নিতে হবে, বইয়ের প্রতি ভালবাসা করতে হবে, বই পড়ার মাঝে আনন্দ খুঁজে নিতে কবে, কৌতূহল মেটাতে একমাত্র বই কে জায়গা দিতে হবে, তাহলে সম্ভব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা,অবশ্যই।আপনি পডালেখাকে একটা নেশায় রুপান্তর করতে পারেন। তবে পডালেখায় সর্বোচ্চ মনোযোগ থাকতে হবে।আপনার মনে সব সময় একটাই চিন্তা রাখতে হবে তা হলো পডাশোনা। বেশি বেশি পডাশোনা করুন।পডার মধ্যেই বিনোদন খুজে বের করুন।আস্তে আস্তে এটা আপনার অভ্যাসে পরিনত হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BidhanDey

Call

সেটা অবশ্যই করতে পারবেন, তবে সময়কে কাজে লাগিয়ে নির্দিষ্ট সময়ে অধ্যয়ন করতে হবে, তবে সময়ের লাগামকে নিজে ধরে রেখে কাজ সম্পূ্র্ন করতে হবে। এ খাতিরে অধ্যবসায়ের কোন বিকল্প নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ