আপনার পাইলস বা অর্শ রোগ হতে পারে। এই রোগে প্রথম প্রথম পায়খানা করার সময় রক্ত বের হয়। কিন্তু পুরাতন হলে বিছানা বা মেঝেতে উরু পেতে বসলেই রক্ত পড়ে, কোন ব্যথা থাকে না। এমনকি অনেক সময় টেরই পাওয়া যায় না। পরে কাপড়ে দাগ থেকে বুঝা যায় রক্ত বের হয়েছে। কাজেই আপনি একজন ভাল চিকিৎসকের পরামর্শ নিন। অর্শ হলে অপারেশন করতে হবে। আর যদি পাইলস না হয়ে কোলন, রেকটাম বা এনাসে কোন ইনফেকশন থাকে সেক্ষেত্রে ও রক্ত বের হতে পারে। এজন্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। প্রয়োজনে কোলোনস্কপি করতে হবে। এরপর সমস্যা বুঝা গেলে এন্টিবায়োটিক খেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ