১। "আর মরমের ব্যথা লুকায়ে মরমে জঠর অনলে দহিতে । __এখানে 'জঠর অনল' বলতে বুঝায়__ (ক)জঠরাগ্নি (খ)তীব্র ক্ষুধার তাড়না (গ)উদর (ঘ)উদরাময় রোগ ২। "সাপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয় "___সরীস্ প প্রানী সাপের সাথে সাদ্ শ্যপুর্ন প্রাণী কোনটি ? (ক)কুমির (খ)ব্যাঙ (গ)হাতি (ঘ)নীল তিমি উদ্দীপক টি পড় এবং প্রশ্নের উত্তর দাও। ৩। রামসুন্দর বাবু বনেদি ঘর পেয়ে মেয়ে বিয়ে দিতে উদ্যত হয়। এক্ষেত্রে সে বর পক্ষ থেকে দাবিক্রত দেনা পাওনা চুকিয়ে দিয়ে মহা সাড়ম্বের মেয়ের বিয়ে সম্পন্ন করে । *উদ্দীপকে ও "অপরিচিতা" গল্পে ফুটে উঠেছে____ I.কুসংস্কার ii.যৌতুক প্রথা iii.প্রতিবাদী চেতনা নিচের কোনটি সঠিক? (ক).i (খ) i ও ii ( গ)ii ও iii (ঘ)i, ii ও iii ৪। "সে মরাতেও শান্তি আছে"___লেখক শেখ মুজিবুর রহমান কোন মৃত্যুতে শান্তির কথা বলেছেন? ক) ভাষা আন্দোলনে অংশ নিয়ে খ)স্বাধীনতা আন্দোলনে অংশ নিয়ে গ)অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে ঘ)জনতার বিরুদ্ধে আন্দোলন করে ৫। শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির লিখে রাখো এক ফোটা দিলেম শিশির। উদ্দীপকের সাথে 'নেকলেস' গল্পের বৈপরীত্য প্রকাশ পেয়েছে যে বৈশিষ্ট্য ধারণ করায় ____ i পারস্পরিক সহযগিতায় ii. সহানুভূতি প্রকাশে iii. অহংকারের দম্ভে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii. ও iii গ) i ও iii. ঘ)I,ii,ও iii ৬। "হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে "___এখানে দেবতা ঠাকুরের হাসির কারণ ___ i অন্তর ধর্ম বড়ই ধর্ম ---অনেকে বোঝেনা বলে ii. ধর্ম হ্রদয়ের পরিবর্তে পুথিতে খুজে বলে iii.ধর্ম শাস্ত্রকে আত্নস্থ করতে পারে না বলে নিচের কোনটি সঠিক ? ক)i খ)ii গ)i ও ii ঘ)i,ii, ও iii
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উওরঃ 

  1. (খ)
  2. (খ)
  3. (খ) 
  4. (গ)
  5. (ঘ)
  6. (গ)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ