১/ 'আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে' বলতে নবাব বোঝাতে চেয়েছেন- (ক) ক্ষমাশীলতাই তার পতনের কারণ (খ) যুদ্ধকৌশল না জেনেই যুদ্ধে অবতীর্ণ হওয়া (গ) সেনাপতি ও অমাত্যদের চিনতে না পারা (ঘ) প্রাসাদ ষড়যন্ত্র নস্যাৎ করতে না পারা ২/ অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার পরে মামা মামলা করার পরিকল্পনা করেছিলেন কিসের জন্য? i. বিবাহের চুক্তিভঙ্গে ii. আর্থিক ক্ষতি পোষাতে iii. মানহানির দাবিতে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii ৩/ সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়- (ক) জীবনের লক্ষ্যে ঠিক থাকে না বলে (খ) সমাজের অনাচার প্রতিকারে অপারগ বলে (গ) নেতিবাচক বিষয়ের প্রতি বেশি ঝুকে বলে (ঘ) অজস্র আঘাত প্রতিরোধে অক্ষম বলে ৪/ "মুগ্ধ মরণ বাঁকে বাঁকে" বলতে বোঝানো হয়েছে- i. নদীর বাঁকে মৃত্যুর ফাদ ii. জীবন মরণের সম্পৃক্তি iii. সত্যিকারের মৃত্যু বাধাহীন নিচের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii ৫/ মহিউদ্দিন রাজনৈতিক কারণে কারাভোগ করেন- i. ব্রিটিশ আমলে ii. পাকিস্তান আমলে iii. বাংলাদেশ আমলে নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৬/ 'আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো?’--- এ অংশে কবির কোন আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে? (ক) প্রতিবাদী চেতনার (খ) সৌন্দর্যবোধ প্রকাশের (গ) ভাষার প্রগাঢ়তার (ঘ) স্বদেশপ্রীতির ৭/ 'আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে' ---- পঙক্তিতে জাতীয় জীবণের কোন দিকটি তুলে ধরা হয়েছে? (ক) গনআন্দলনের (খ) ভাষা আন্দলনের (গ) মহান মুক্তিযুদ্ধের (ঘ) স্বৈরচারী আন্দলনের ৮/ 'রেইনকোট' গল্পের প্রেক্ষাপটে নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? (ক) রাজাকারের দৌরাত্ম্য (খ) গেরিলাদের আক্রমন (গ) নুরুল হুদার দেশপ্রেম (ঘ) হানাদারদের নিপীড়ন ৯/ 'সে যেন খাচায় ধরা পড়েছে' --- লালসালু উপন্যাসে কার ধরা পড়ার কথা বলা হয়েছে? (ক) রহিমা (খ) হাসুনির মা (গ) জমিলা (ঘ) আমেনা বিবি ১০/ 'ডোন্ট কেয়ার ভাব আনে' --- উদ্ধৃতাংশ দারা বোঝানো হয়েছে--- i. নজরুলের ভয়হীনতা ii. নিজের প্রতি প্রগাঢ় বিশ্বাস iii. সত্যে বলীয়ান হওয়া নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) ii ও iii ১১/ 'বৃক্ষের পানে তাকিয়ে আমরা লাভবান হতে পারি'--- কীভাবে? (ক) বৃক্ষকে অনুসরণ ও অনুকরণ করে (খ) বৃক্ষের মতো পরোপকারী হয়ে (গ) প্রতিদিন বৃক্ষের বৃদ্ধি দেখে (ঘ) বৃক্ষের ফুল-ফল ভোগ করে ১২/ 'সম্পৃতি পল্লিগ্রামের দুর্দশার প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দের দৃষ্টি পরিয়াছে' --- বলতে বোঝানো হয়েছে... (ক) নেতৃবৃন্দ দেশ সম্পর্কে ভাবছেন (খ) দেশনেতারা দেশের দুর্দশা দেখছে (গ) নেতারা দেশের উন্নয়নে কাজ করছেন (ঘ) নেতারা পল্লির উন্নয়নে কাজ করছেন ** নিচের উদ্দিপকটি পড় এবং ১৩ নং প্রশ্নের উত্তর দাওঃ--- আমরা ভুল করি অগাধ জলে ঝাপ দিয়ে যুঝিয়ে পাই কুল। যেখানে ডাক পরে জীবণ মরন ঝড়ে আমরা প্রস্তুত। ১৩/ উদ্দিপকের সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ চরণ হলো--- i. ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ ii. আঠারো বছর বয়স জানেনা কাদা iii. বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ** নিচের উদ্দীপকটি পড়ে, ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ--- কানিজের বাবা-মার মধ্যে সারাদিন দ্বন্দ্ব লেগেই থাকে। তাদের এই দ্বন্দে অতিষ্ঠ হয়ে সে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার দেয়। চেয়ারম্যানের লোলুপদৃষ্টি পরিবারটিকে ধ্বংস করে দেয়। ১৪/ উদ্দীপকের পরিবারটির ধ্বংসের দিক থেকে 'লালসালু' উপন্যাসের তাহেরের বাপ-মার সংসার ধ্বংসের দিকটি যে তাৎপর্য বহন করে---- i. ক্ষমতার প্রভাব ii. অর্থনৈতিক প্রভাব iii. ধর্মীয় গোঁড়ামি নিচের কোনটি সঠিক? (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৫/ 'কৃত্রিম পন্যে ব্যর্থ হয় গানের পসরা' ---- বলতে বোঝায়.... (ক) গানে কৃত্রিম পন্য থাকলে চলবে না (খ) ব্যর্থতার গান কৃত্রিম পন্যে পরিপূর্ণ (গ) সংগীতে সুর ও লয় বাস্তবানুগ হতে হয় (ঘ) সাহিত্যে বাস্তবতা না থাকলে তা ব্যর্থ হয়
Share with your friends
Call

উওরঃ



Talk Doctor Online in Bissoy App