আপনি ২৪ শে মার্চ মিলন করেছেন যা আগের মাসিক অনুযায়ী মাসিকের ডেট থেকে একদিন বেশি । প্রাকৃতিক ভাবেই অনেকের মাসিক পূর্বের তারিখ পার হওয়ার ২-৪ দিন পরে হতে পারে । সেই হিসেবে আপনার মিলনের সময়টা সেইফ টাইমে ছিল । এবং গর্ভবতী হওয়ারও সম্ভাবনা খুব একটা নেই । মূলত সেইফ টাইমে মিলনের পরও ইমকন খাওয়ানোর পাশ্বপ্রতিক্রিয়া হিসেবে মাসিক দেরী হচ্ছে । আপনি অনুগ্রহ করে অপেক্ষা করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সবথেকে ভাল হয়,লজ্জা না করে প্রেকনেন্সি টেস্ট করান,যদি নেগেটিভ আসে তো নো টেনশান,আর যদি পজেটিভ আসে তাহলে দ্রুত গাইনি ডা: পরামর্শ নিবেন,,বিস্তারিত আলোচনায় ইনবক্সে জানান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ