হ্যাঁ আপনি পার্সনালভাবে চ্যাট করতে পারবেন।আপনি যার সাথে চ্যাট করতে চান প্রথমে তার প্রোফাইলে ডুকুন,তারপর ফটোর নিছে দেখবেন 'সদস্যের ধরনের' মধ্যে নীল কালারে লেখা রয়েছে 'একান্ত বার্তা পাঠাও'।এখানে ক্লিক করলেই মেসেজ অপশন আসবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

প্রথমেই বলে রাখি বিস্ময় অ্যানসারস সদস্যগণের সাথে 

কোনো প্রয়োজন ব্যতীত কোনো সদস্যের সাথেই 

ব্যক্তিগতভাবে ম্যাসেজ আদান-প্রদান করা

থেকে নিজেকে অব্যাহতি রাখার চেষ্টা অব্যাহত রাখবেন।


বিস্ময় অ্যানসারসকে চ্যাট রুম হিসেবে ব্যাবহার করা যাবেনা।


প্রশাসক চাইলে যেকোনো সদস্যের অ্যাকাউন্টের ব্যক্তিগত

বার্তাগুলো চেক করতে পারেন, অপরাধমূলক কোনো

বার্তা খুঁজে পেলে সেই সদস্যের বিরুদ্ধে শাস্তিস্বরুপ

ব্যবস্থাও গ্রহণ করতে পারে/ পারেন।

আর তাই কোনো সদস্যের সাথে ব্যক্তিগত বার্তা 

আদান-প্রদান করার পূর্বে সর্তকতা অবলম্বন করুন।

আপনার কোনো সদস্যকে পার্সোনালভাবে ভালো লাগলে

তাঁর বিস্ময় অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করে দেখবেন

ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে সেখানে প্রবেশ করে

ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন/ ফ্রেন্ডশিপ করতে পারেন।

ধন্যবাদ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ