শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আপনি "রেপিডেকস"ইংলিশ স্পীকিং কোর্স বইটি পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি স্পোকেন ইংলিশ বইগুলো দেখতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি সহজ ভাবে ইংলিশ শিখতে নিজের পাঠ্য বই এবং নবম শ্রেণীর পপী গ্রামার বইটা পড়বেন ।

এর সাথে সাইফুরসের জিরো থেকে হিরো বইটা পড়ুন।

আর সব সময় বেশি বেশি ওয়ার্ড মিনিং শিখতে চেষ্টা করুন এবং ইংলিশ লিখে পড়ে এবং বলে অনুশীলন করবেন ।

ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে হলে নিরন্তর অনুশীলন প্রয়োজন। ইংরেজি শেখার শর্টকাট কোন উপায় নেই। শুধুমাত্র নির্দিষ্ট কোন বই পড়ে, কোর্স করে দ্রুত ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শেখার জন্য স্পোকেন ইংলিশ এর বইগুলো চর্চা করতে পারেন। এক্ষেত্রে Rapidex English Speaking Course বইটি অনুসরণ করুন। বইটি ছোট, বড় ও মাঝারি সাইজের পাওয়া যায়। এছাড়া জেনুইন স্পোকেন ইংলিশ (পার্ট ১ ও ২), গ্রান্ড স্পোকেন ইংলিশ সহ বাজারে অনেক ভাল বই রয়েছে। এগুলো পড়ুন। ইংরেজি শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে vocabulary শিখতে হবে। এটা ইংরেজি শেখার মূল শর্ত। www.bdword.com এই ওয়েবসাইটে শব্দের অর্থ, গ্রামার, গুরুত্বপূর্ণ বাক্যের বাংলা অর্থ শিখতে পারবেন। ফেসবুকে ইংরেজি শেখার বিভিন্ন পেজ ও গ্রুপের সাথে থাকতে পারেন। কোন নতুন শব্দ দেখলে তার অর্থ জেনে নিন। হাতের কাছে বা ফোনে একটি ডিকশনারি রাখুন। সব সময় বিভিন্ন ইংরেজি বাক্যকে বাংলায় এবং বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তরের চেষ্টা করুন। সহপাঠী ও বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজি চর্চা করুন। প্রয়োজনে ভাল ইংরেজি জানে এমন পরিচিত বড় ভাই ও শিক্ষকদের সহায়তা নিন। স্পোকেন ইংলিশের উপর কোর্স করতে পারেন। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। ইংরেজি শেখা একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। ধৈর্য সহকারে ব্যাপক অনুশীলনের মাধ্যমে এগিয়ে যেতে থাকুন, সফল হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
'৬০ দিনে ইংলিশ শিক্ষি' 
বইটি লিখেছেনর এবং সম্পাদনা করেছেন মো: ফরহাদ হোসেন ,বি এ, আনার্স, এম এ(ইংরেজি)
বাংলাদেশ ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজ, রিয়াদ (সদ্য প্রয়াত) মিসেস রুখসানা পারভীন এম, এ (সিনিয়ির শিক্ষিকা)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ