তার সংকট এর কারনে আমি এক ব্রেকার এর লাইন দিয়ে দুই রুম  এবং বাতরুম এবং হিটার এর লাইন কমন করে দিয়েছি  লাইনটা নিয়েছি 1*4.5 SQ mm poly kebles এই লাইনে প্রায় ১৪ টি ৩০ ওয়াট  এনার্জি  ২টি ফ্যান এবং একটা হিটার এই তার দিয়ে কতো ওয়াট  লোড দেয়া যাবে?  এবং কতো এম্পিয়ার ব্রেকার দিতে হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

30×14=420

420+1000+160=1580W

1580+20%=1896W

1896÷220=7.18A

সার্কিট ব্রেকার 10A হলেই যতেষ্ট।

আর ক্যাবল এটাতেই চলবে।

তবে সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারবে তা বলতে পারছি না দুঃখিত। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল আমিন ভায়ের উত্তরে এস্টিমেট সঠিক রয়েছে ।


আর উক্ত তারের সর্বোচ্চ কারেন্ট পরিবহনের ক্ষমতা ২০ অ্যাম্পিয়ার । 

সুতরাং উক্ত তারে =২২০*২০ = ৪৪০০ ওয়াট লোড (৩০ডিগ্রি তাপে) দেয়া যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ