ধরা যাক আপনার টিভির ওয়াট ৮৫

প্রতিদিন ৩ ঘন্টা চললে , দিনের ব্যায়ীত শক্তি = ৮৫*৩ = ২৫৫ ওয়াট।

সুতরাং এক মাস বা ৩০ দিনের ব্যায়ীত শক্তি = ২৫৫*৩০ = ৭৬৫০ ওয়াট ।

অতএব  ব্যায়ীত ইউনিট  = ৭৬৫০/১০০০ = ৭.৬৫ ইউনিট বা কিলোওয়াট ।


অতএব আপনার এলাকায় ইউনিট প্রতি যদি ৬.৫০ টাকা করে বিল করে,

তাহলে আপনার টিভির ওক মাসের বিল = ৭.৬৫*৬.৫০ = ৪৯.৭৩ টাকা।


অতএব আপনার টিভি টি একমাস প্রতিদিন ৩ ঘণ্টা করে চললে ৪৯.৭৩ টাকা বিল হবে।

আশা করি উত্তর পেয়েছেন।

Talk Doctor Online in Bissoy App