একটি ঘরের নির্ধারিত লোড হচ্ছে ৫০০০ওয়াট,কত ওয়াট ও কত C সার্কিট ব্রেকার লাগাতে হবে?C দ্বারা কি বোঝানো হয়? নির্ধারিত লোডের চেয়ে সার্কিট ব্রেকারের ওয়াট কম না বেশি লাগাতে
Share with your friends

বাংলাদেশে সাধারনত ২২০  v সাপ্লাই দেওয়া হয়।  

এখানে C হল কারেন্টের পারিমান।  

তাই C=5000/220 = 22.72 Amp (অ্যাম্পিয়ার)

উক্ত ঘরে C=  ২৫ Amp  এর সার্কিট ব্রেকার লাগাতে পারেন।  


নির্ধারিত লোডের চেয়ে সার্কিট ব্রেকারের ওয়াট  অল্প বেশি লাগাতে হয়। 



Talk Doctor Online in Bissoy App
khzaman

Call

C টা হচ্চে ব্রেকারের ধরন।যেমন:আর আছে[A,B,C,D]

Talk Doctor Online in Bissoy App