Junait

Call

নীতিমালা অনুসারে ১ টাকার কয়েন এখন পর্যন্ত

পুরোপুরিভাবে সচল। বাতিল বলে সাংবিধানিকভাবে

ঘোষিত হয় নি। কিছু অসাধু ব্যাবসায়িক/লোকেরা

১/২ টাকার কয়েন নিতে চাই না। তবে এটা সম্পর্ন

বেআইনি। আপনি যদি পুলিশে রিপোর্ট করেন কোন

ব্যাবসায়িকের বিরুদ্ধে যে সে কয়েন নিতে অস্বীকার

করে তাহলে তার বিরুদ্ধে কেস সহ শাস্তি হতে পারে।

তবে হ্যাঁ,  একসাথে অতগুলো কয়েন কোন ব্যাবসায়িকই

নিবে না বা নিতে চাইবে না এটা কিন্তু স্বাভাবিকই। 

তাই একসাথে খরচ না করে প্রয়োজনের তাগিদ মিটিয়ে

কয়েন ব্যাবহার করতে পারেন। 

ব্যাংকের বিষয়ে.........

আঞ্চলিক ব্যাংকগুলো অতগুলো কয়েন নিবে না, তবে

কথা বলে দেখতে পারেন। আর জেলা পর্যায়ের ব্যাংকে

জমা করতে পারবেন যদি আপনার একাউন্ট থাকে

উক্ত শাখায়। ইসলামিক ব্যাংকে কথা বলবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ