অনেকেই তাদের ব্যক্তিগত চিন্তাচেতনা ,অর্জিত বিদ্যা থেকে প্রশ্নের উত্তর দেয় ।তারা অবশ্যই জ্ঞানী । আর প্রতিটি শুদ্ধ উত্তরে উত্তরদাতার একাউন্টে তিন পয়েন্ট যুক্ত হয় ।আর পয়েন্ট বাড়লে রেঙ্কিংয়ে উন্নতি হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জ্ঞানী হলেই যে উত্তর দিতে পারবে এমন কোন কথা নাই।তবে এইখানে সবাই চাই নিজে যে বিষয়ে ভালো জানি সেইখান থেকে নিজের মেধাকে কাজে লাগিয়ে উত্তর দিতে। আর এইখানে সকলেরই উদ্দেশ্য একজন অপর জনকে সাহায্য করা।আর এইখানে কেউ লাভ ক্ষতির জন্য উত্তর দেয় না।বরং সকলে সহযোগীতার মনোভাব নিয়েই উত্তর দিয়ে থাকে। সকলে উত্তর দিয়ে থাকে একটা উদ্দেশ্যেই যে মানুষের সমস্যার সমাধান করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পৃথিবীতে সবাই সব কিছু জানবে তা কিন্তু না। আমি যেটা জানিনা সেহা হয়ত আমার অন্য কুনো ভাই বন্ধু জানেন। আবার সে/তিনি যেটা না জানান সেটা হয়ত আমি জানি। কেও যখন প্রশ্ন করেন বা করি তখন যারা জানেন তারা উত্তর দেন আর যারা জানেন না তারা জেনেনেন। এটাই এখানকার সিষ্টেম।

আর হে এখানে সবাই জ্ঞানী (কোনোনা কোন দিন থেকে)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ