ভাই! ইসলামী শরীয়া মতে জাদু করা হারাম এবং নিষিদ্ধ। এবং শর্ত পরিপালন না হওয়ায় প্রচলিত তাবিজ কবচও বিধিসম্মত নয়। সুতরাং যে ব্যক্তি জাদু করে সে তো আলেম হতে পারে না। আলেম নামধারী কোনো ব্যক্তি যদি জাদু করে থাকে তাহলে তার ঠিকানা প্রদান করাও উচিত হবে না। কারণ তার মাধ্যমে আপনি ধর্মীয় দিক থেকে ক্ষতিগ্রস্থ হবেন। অতএব আপনি এ ধরনের আলেমের সন্ধান না করে বৈধ উপায়ে চিকিৎসা গ্রহণ করুন। সাথে সাথে রোগ নিরাময়ের জন্য আল্লাহ সমীপে দুআ প্রার্থনা করুন। এটাই মসলিমদের জন্য সবচেয়ে বড় জাদু এবং তাবিজ।

Talk Doctor Online in Bissoy App