কবিতা টা অবশ্যয় ভাল মানের হতে হবে। জেতা গ্রহন যোগ্য।
শেয়ার করুন বন্ধুর সাথে

"একুশে ফেব্রুয়ারি" এ.এস.এম সাগর হে!রক্ত ভেজা ২১শে ফেব্রুয়ারি তুমি আমারি অহংকার॥ হে!প্রলয় শিখা(২১শে ফেব্রুয়ারি) তুমি বিজয় নিশান অগ্নি-ঝড়া হয়ে তুমি আনলে অভ্যুত্থান। হে!আন্দোলনী ২১শে ফেব্রুয়ারি, তুমি চির অম্লান। তোমারি কারণে আসিল ভুবনে, বাংলা ভাষার প্রাণ। হে!বিপ্লবী ২১শে ফেব্রুয়ারি তুমি আমারি জান। যবে আনিলে নিখিলে বাংলার মান। শির নেহারি নিচু করিব রাখিতে ভাষার মান। জীবন আমার করিব দান, রাখতে ভাষার সম্মান। হে!২১শে ফেব্রুয়ারি তুমি যে তাঁর প্রমাণ! তুমি বিশ্ব নিখিলে জানালে বাংলার ভাষার নাম, হে!প্রলয়ঙ্করী ২১শে ফেব্রুয়ারি তোমায় লাখো সালাম। কেমন হয়েছে তা জানাবেন।আর তা গ্রহণযোগ্য কিনা তাও জানাবেন মন্তব্যে।কপি করার চেষ্টা করবেন না। কারণ এটি কিশোর কণ্ঠে পাঠানো হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ