RobinSicily

Call

মুদির দোকান দিতে পারেন। ছোট পরিসরে ফার্মেসী করতে পারেন। পুকুরে (যদি সম্ভব হয়) মাছ চাষ করতে পারেন। কয়কটি রিক্সা কিনে ভাড়া দিতে পারেন। সিএনজি কিনে ভাড়া দিতে পারেন এবং নিজেও চালাতে পারেন। মোবাইল রিচার্জ, বিকাশ ইত্যাদি ব্যবসা করতে পারেন। বিভিন্ন ব্যবসা আছে... আপনার যিটা মন চায় করেন


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার জন্য উপযোগি

কেবল বা ডিস ব্যবসা
সম্ভাব্য পুঁজি: ১০০০০০ টাকা থেকে ২০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:

টেলিভিশনে ডিস লাইনের সংযোগ প্রদানের ওপর লাভ নির্ভর করে। প্রতিটি সংযোগে প্রাথমিক ফি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা এবং মাসিক চার্জ নেওয়া হয় ২৫০-৩৫০ টাকা।

সুবিধা:

একবার স্থাপন করার পর পরিচালন খরচ ছাড়া বড় কোনো খরচের প্রয়োজন নেই।

প্রয়োজন যা:

রিসিভার, মডেল ইনডেক্স, মডিলেটর, তার, কেব্ল, ইইব্রিট, কপলার  ইত্যাদি।

প্রস্তুত প্রণালি:

প্রথমেই বৈধতা সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে। এরপর গ্রাহকের চাহিদা অনুযায়ী টেকনিশিয়ানের মাধ্যমে সংযোগ স্থাপন করে ব্যবসা শুরু করা যাবে।

বাজারজাতকরণ:

আবাসিক এলাকায় বাড়িগুলো এর প্রধান ভোক্তা। তা ছাড়া শপিং মল, হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁতেও এর চাহিদা ব্যাপক।

যোগ্যতা:

ডিশ লাইন অপারেট করা জানতে হবে।না যানলে প্রথমে কর্মি নিয়োগ করে কাজ শুরু করতে হবে


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ