আমার গ্রামে কোন wifi নাই এখন আমি কি কোন মাধ্যমে পারবো wifi ব্যবহার করতে আগেই বলে রাখি আমার গ্রামের আশে পাশে ১০০ কিলোমিটার পর্যন্ত কোন wifi line নাই


Share with your friends

না, পারবেন না।একাধিক কম্পিউটার বা ফোন থাকলে রাউটার কিনতে পারেন কিংবা আপনি এক ফোনের হটস্পট থেকে  চাইলে একাধিক ডিভাইসে নেট চালাতে পারবেন। 

Talk Doctor Online in Bissoy App

আপনি বিস্ময়ের এই উত্তরটি দেখুন।

Talk Doctor Online in Bissoy App
SankarBala

Call

আপনি যদি চান আউটডোর রাউটার (৩টা) ১০০ কিমি তে।

অথবা ডিস টাওয়ার(২টা) অথবা অন্য কোন cpe device ব্যবহার করে বাড়িতে ব্রডব্যান্ড নেট নিয়ে রাউটার ব্যবহার করতে পারেন। খরচ ৩০০০০-৪০০০০ টাকার মত হতে পারে ব্যবসার জন্য হলে করতে পারেন। অন্যথায় গ্রামীণফোন রাউটার কিনে নিন ২০০০ টাকায় হবে।

Talk Doctor Online in Bissoy App