শেয়ার করুন বন্ধুর সাথে

বিষয় টি নিয়ে বেশি টেনশন ফিল করবেন না

এটা একধরনের ফুসকুড়ি, আপনি একজন

জেনারেল ফিজিসিয়ান এর পরামর্শ অনুযায়ী

কিছু খাওয়র ঔষধ ও ক্রীমেই ভাল হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অন্ডকোষের ফুসকুড়ি সাধারনত দেখা যায় স্কীন ডিসিজ বা সেবাসিয়াস সিস্ট। আপনার ওখানে যদি চুলকানি থাকে, চামড়া ফাটার মত থাকে, হালকা রসের মত বের হয়, সাথে উরুর ভিতর দিকেও থাকে তাহলে এটা মুটামুটি স্কীন ডিসিজ, একজিমা,বা স্কাবিস হতে পারে, তাহলে আপনি চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আবার যদি ফুসকুড়ি টা একটা গোটার মত হয় এবং অনেকদিন থেকে থাকে এবং ওটার ওপর একটা মুখের মত থাকে তবে এটা কোন সিস্ট হতে পারে, তখন আপনি একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সে ক্ষেত্রে হয়ত ওখানে ছোট্ট সার্জারি ও লাগতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ