আমার মনে হয় ডান অন্ডকোষে হাইড্রোসিল হয়েছে। আমার অন্ডকোষ গুলো মাজে মাজে অনেক বড় মনে হয়। আর ডান পাশেরটা আরো বড় মনে হয়। মনে হয় যে এর চার পাশে তরল জাতীয় কিছু আছে। গোশল এর পর যখন সনকুচিত হয় তখন হাত দিলে ডান ওন্ডকোষ খুজে পেতে সমস্যা হয়। বাম পাশেরটা আবার হাতে আসে। এখন আবার হামদাদ থেকে ধাতু দুর্বলতার ওউসধও খাচ্ছি। কিন্তু এতদিন ঠিক খেয়াল করিনি কি হয়েছে। ভাই এখন আমি কি করব। দুইটাইতো খারাপ রোগ হয়ে গেল এখন বলেন আমি কোন চিকিৎসা নিব। হামদাদ গত দুই দিন যাবত খাচ্ছি। এরি মদ্ধে এই সমস্যা। প্লিস আমাকে একটা পরামর্শ দিন ভাই?


শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

আমার মতে এটা হাইড্রোসিল নাও হতে পারে

তবে এটি দেখে নিশ্চিত করবে, বা বর্ণনা

শুনে বললে আদৌ হাইড্রোসিল কিনা।


আপনি হামদর্দের ঔষধ গুলো চালিয়ে যেতে

পারেন, তবে অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ

ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ