মনে করেন ক্লাসে দুটা বইয়ের নাম দিছে 

আমি ভুলে বলে ফেলি একটা বইয়ের নাম দিছে এটা কি মিথ্যা কথা? 

আমার ব্যাপারে ইসলাম কি বলে ? 

আমি একজন মানসিক রোগীও আমার চিকিৎসা ও চলছে


শেয়ার করুন বন্ধুর সাথে

সত্যিকারার্থেই যদি আপনি মনের ভুলে মিথ্যা বলে ফেলেন তবে তাতে কোনো পাপ হবে না। বস্তুত মনের ভুলে কিছু বলে ফেলাকে মিথ্যা বলা হয় না। সজ্ঞানে স্বইচ্ছায় সত্যের বিপরীত বলাকে মিথ্যা বলা হয়। সুতরাং আপনার উপরোক্ত মনের ভুলে বলা কথা মিথ্যা কথা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
pkRasel

Call
মিথ্যা কথা বলা মহাপাপ,
মুনাফিক তিনটি লক্ষনের
একটি মিথ্যা বলা।

অার অাপনি যদি ভুলবর্শত মিথ্যা বলে পেলেন।
তাহলে পরর্বতী যদি মনে হয় উক্ত কথাটি মিথ্যা ছিল,
তাহলে অাপনি সাথে সাথে সত্য টা প্রকাশ করে দিতে হবে,
এবং অাল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে।
তা নাহলে অাপনাকে মিথ্যা বলার শাস্তি ভোগ করতে হবে।
অাপনার কথা মিথ্যাই থেকে গেলো।
এবং যাকে বলছেন সে ও মিথ্যা জানল,
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ