শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ইমাম যখন নামজ পড়ায় তখন আপনাকে যা করতে হবে।

  • নিয়ত করতে হবে।
  • ইমাম তাকবীর বলার পর, আপনাকে তাকবীর হাত   
  • উঠাতে হবে।
  • ইমাম কেরাত পড়বে, আপনি চুপ থাকবেন।
  • ইমাম রুকুতে যাবে, আপনিও রুকুতে যাবেন এবং রুকুর তাজবিহ পড়বেন।
  • ইমাম রুকু থেকে উঠে সিজদায় যাবে,
  • আপনি তাকে অনুসরন করুন
সিজদার কাসবিহ পাঠ করুন
    ·এভাবেই প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে
     একিই নিয়ম। দ্বিতীয় রাকাত শেষে তাশাহুদ 
    পাঠ করুন এবং ইমামকে অনুসরন করুন।
     ৩য় এবং ৪ অর্থ এক নিয়ম ৪ অর্থ রাকাতে 
    তাসাহুদের পর দুরুদুরু শরিফ এবং দুয়ায়ে 
    মাছুরা পাঠ করে ছিলাম ফিরিয়ে নামাজ 
    শেষ করতে হবে। সমস্য হলে জানাবেন ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMahmud

Call

ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুত্তাকিদের যা করণীয়ঃ

ছানা পড়বে,  ,, আয়ুজুবিল্লাহ, বিসমিল্লাহ পড়বে

যদি  জেহরি (ইমাম সাহেব জোড়ে কেরাত পড়ে) তাহলে মুত্তাকী শুধু তার কেরাত  শুনবে ৷  আর যদি সিরি নামাজ(ইমাম আস্তে কেরাত বলে)  হয় তাহলে মুত্তাকীদের অবস্যই সূরা ফাতিহা পাঠ করতে হবে অন্যথায় নামাজ হবে না ৷  এটা নাসিরউদ্দিন আলবানি রহিমাহুল্লাহ এর মত ৷ তিনি বিভিন্ন সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে এ মত দিয়েছেন ৷ 

অপর দিকে হানাফি আলেমদের মতে ইমাম যখন কোপাতে বলবে (আস্তে অথবা জোড়ে) তখন মুত্তাকি কিছুই বলবে না, ৷

এরপরে যথা নিয়মে সালাত আদায় করবে ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ