আপনি যখন নিশ্বাস ছাড়েন তখন তাতে থাকে কার্বন ডাই অক্সাইড যা স্বাভাবিক ভাবেই একটু গরম+ তার সাথে শরিরের তাপমাত্রা বেরিয়ে আসে। আর আপনি যখন শিস বাজান বা ফু দেন তখন শুধু পাকস্থালীর মধ্যে বাহিরথেকে বাতাসটা নিয়েই ছাড়েন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SkShamim9BD

Call

বায়ুর চাপের কারণে এমন হয়। আপনি যখন বড় করে হা দিয়ে নিঃশ্বাস ছাড়েন তখন বায়ুর চাপ কম পড়ে আর সঙ্কুচন করে নিঃশ্বাস ছাড়লে বায়ুর ছাপ বেশি পড়ে। বায়ুর চাপ যত বেশি পড়ে, বায়ু তত ঠান্ডা হতে তাকে। বায়ুর চাপ নিয়ে একটি আধুনিক এসিও বাহির হয়েছে। সেটা জানতে চাইলে আরেকটি প্রশ্ন করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ